তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা কার্যালয়ের সকল কর্মকর্তাগণ জেলার সকল সরকারি দপ্তরসহ সর্বস্তরের জনগণকে বিভিন্ন ধরণের তথ্য ও প্রযু্ক্তি নির্ভর সেবা, পরামর্শ ও কারিগরি সহয়তা প্রদান করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে প্রতিবছর ডিজিটাল বাংলাদেশ দিবস, ইন্টারনেট সপ্তাহ, উন্নয়ন মেলা, প্রোগ্রামিং কনটেস্ট, ইনোভেশন শোকেসিং আয়োজন করে আসছে। মুজিব বর্ষ ২০২০ উপলক্ষ্যে "ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষার গুণগত মানোন্নয়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ভূমিকা ও করণীয়" শীর্ষক সেমিনার এবং ২০২০-২১ অর্থ বছরে “তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয়” শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করা হয়েছে। ২০২১-২২ অর্থবছর পর্যন্ত “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় ১টি ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ এবং ০২টি প্রাথমিক বিদ্যালয়ে ‘শেখ রাসেল ডিজিটাল ক্লাসরুম’ এবং ১১ টি 'স্কুল অব ফিউচার'সহ সর্বমোট ৩৬৪টি ল্যাব স্থাপন করা হয়েছে। জেলার ৫০০ জন নারীকে Freelancer to Entrepreneur, IT Service Provider এবং Women Call Centre Agent এ তিনটি ক্যাটাগরিতে প্রশিক্ষণ ও ইন্টার্ণশীপ প্রদান করা হয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মোট ১৫০জন শিক্ষককে প্রশিক্ষণ এবং ১৫৩ টি ল্যাবের প্রতিটি কম্পিউটার/ল্যাপটপে LMMS এর মাধ্যমে মনিটরিং এর জন্য Agent Software ইনস্টল করা হয়েছে। বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারীদের ৭৭০ জনকে ই-নথি প্রশিক্ষণ; ১৫০জনকে ডি-নথি প্রশিক্ষণ; বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১০৫০ জনকে ওয়েব পোর্টাল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ এ জেলায় ১,৪০,০০০ উপকার ভোগীর তালিকা CAMS এ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন এর টিকা কার্ডের সংশোধনের ১৪৭০ টি আবেদন নিষ্পন্ন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস